মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১

রানওয়েতে মুখোমুখি দুই বিমান: চালকের তৎপরতায় এড়াল সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাচলেন ৩৪৭ জন যাত্রী

রানওয়েতে মুখোমুখি দুই বিমান: চালকের তৎপরতায় এড়াল সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাচলেন ৩৪৭ জন যাত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেলেন দুই বিমানের ৩৪৭ যাত্রী ও ক্রুরা। মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরের রানওয়েতে মুখোমুখি এগিয়ে আসে ইন্ডিগো ও স্পাইস জেট বিমান সংস্থার দুটি বিমান। যোগাযোগের ত্রুটির কারণে এ অবস্থা হয়।

ইন্ডিগোর একটি বিমান লক্ষ্ণৌ থেকে ১৬০ যাত্রী নিয়ে অবতরণ করে। একই সময় একই রানওয়েতে স্পাইস জেটের একটি বিমান ১৮৭ যাত্রী নিয়ে হায়দরাবাদের উদ্দেশে উড্ডয়ন করতে যাচ্ছিল। একই রানওয়েতে অবতরণ ও উড্ডয়নের সময় মুখোমুখি হয় বিমান দুটি। খুব কাছাকাছি দূরত্বে বিমান থামাতে সক্ষম হন দুই বিমানের পাইলটরা। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিভ্রাটের কারণে রানওয়েতে মুখোমুখি অবস্থানে চলে আসে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সিভিল এভিয়েশনের ডিজি কেন এমন হয়েছে, তা তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, অবতরণের পর ট্যাক্সি-বে ধরে পার্কিং এরিয়ার দিকে যাচ্ছিল ইন্ডিগোর বিমানটি। একই সময় উড়ানের জন্য রানওয়ে ধরে এগোচ্ছিল স্পাইস জেটের বিমানটিও। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অ্যাপ্রন এরিয়ার কর্মীদের। অভিযোগ, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগেই কোনও গোলযোগ ছিল। তার জেরেই এই বিপত্তি।

অন্যদিকে, এ দিন ভোর ৫টায় গোয়ার ডাবোলিম বিমানবন্দরে আচমকাই রানওয়েতে পিছলে যায় জেট এয়ারওয়েজের একটি বিমান। বিমানের সমস্ত যাত্রীরা সুরক্ষিত থাকলেও, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এর জেরে বেশ কয়েক জন যাত্রীর আহত হয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্যাক্সিওয়েতে মুখোমুখি চলে আসে ইন্ডিগো ও স্পাইস জেটের দু’টি বিমান৷ বিমানচালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় বিমান দু’টি৷ ঘটনার তদন্তে নেমেছে ডিজিসিএ৷ ঘন কুয়াশার জন্য বিমানবন্দরে দৃশ্যমানতা কম ছিল বলেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024