শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় এখন ধিক্কৃত হচ্ছে শ্বশুরের অশালীন ব্যবহার

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় এখন ধিক্কৃত হচ্ছে শ্বশুরের অশালীন ব্যবহার

অন্যকিছু ডেস্ক: সদ্য বিয়ের পর্ব শেষ হয়েছে। চলছে ফোটোসেশন। নববধূর হাত ধরে দাঁড়িয়ে আছেন বর। হঠাৎ করেই এগিয়ে আসলো বরের বাবা।

পুত্রবধূকে হাত ধরে টেনে সামনে নিয়ে আসলেন তিনি এবং এরপর পুত্রবধূর কাঁধে হাত রেখে সোজা সামনে টেনে নিয়ে ঠোঁটে গভীর চুম্বন করলেন শ্বশুর। শ্বশুরের এমন আচরণে প্রায় অনেকেই বিষ্মিত হয়ে যান।

আমাদের দেশে এমনভাবে পুত্রবধূকে চুম্বন করাটা শুধু অশ্লীল নয়, বিকৃত মানসিকতার লক্ষ্মণ বলেই গণ্য করা হয়। কারণ, আমাদের সংস্কৃতিতে পুত্রবধূ কন্যাসমান।

তবে একটা ভাল কথা এই ঘটনা আমাদের দেশের নয়, চিনের। মধ্য চিনের হান্নান প্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। পুত্রবধূর ঠোঁটে শ্বশুরের এই চুম্বনকে কেউ মোবাইল ভিডিওতে বন্দি করেছিলেন, পরে এই ভিডিও-ই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

ভরা বিয়ের আসরে ছেলের বউকে কেন এমনভাবে চুম্বন করার সাহস দেখালেন শ্বশুর। দাবি করা হয়েছে বিয়ের পর্ব মিটতেই শ্বশুরের এক বন্ধু বাজি রাখেন নব পুত্রবধূর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে হবে। শ্বশুরমশাই যদি এমনটা করতে পারেন তাহলে চিনা মুদ্রায় ১০ হাজার ইয়েন দেওয়া হবে।

বন্ধুর সঙ্গে বাজি রেখেই নাকি এরপর পুত্রবধূকে ১৭ সেকেন্ড ধরে চুম্বন করেন শ্বশুর। এমন বাজি নিয়ে প্রথমে পুত্রবধূ একটু ইতস্তত করছিলেন।

কিন্তু বিয়ের আসরে থাকা লোকজনই নাকি পুত্রবধূকে ধাক্কা মেরে শ্বশুরের দিকে ঠেলে দেন। আর শ্বশুর সেসময় পুত্রবধূর কাঁধ খামচে ধরে তাঁর ঠোঁটে ঠোঁট রাখেন। বাজিতে জেতা ১০ হাজার ইয়েন অবশ্য শ্বশুর পুত্রবধূকেই দিয়ে দিয়েছেন।

কিন্তু শালীনতা ছাড়ানো শ্বশুরের এই কীর্তি বিশ্বজুড়ে এখন সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024