সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১২

১৬৪তম জন্মদিন পালন করলেন মবাহ গোথো

১৬৪তম জন্মদিন পালন করলেন মবাহ গোথো

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিজের ১৬৪তম জন্মদিন পালন করলেন ইন্দোনেশিয়ার মবাহ গোথো। এ দাবি তার।

তবে এর পক্ষে প্রমাণও উপস্থাপন করেছেন তিনি। সে অনুযায়ী তার জন্ম ১৮৭০ সালের ৩১শে ডিিেসম্বর। ইন্দোনেশিয়ায় এ বিষয়ে যে অফিস রেকর্ড সংরক্ষণ করে তারাও নিশ্চয়তা দিয়েছে।

তিনি বলেছেন, হ্যাঁ মহাহ গোথোর জন্ম ওই ১৮৭০ সালেই। এ বিষয়ে অবশ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কোনো তথ্য যোগ করা হয় নি।

যদি সব দাবি সত্যি হয় তাহলে মবাহই হবেন বিশ্বে এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী মানুষ। বর্তমানে এ খেতাবটি রয়েছে ফরাসি জ্যাঁনে ক্যালমেন্টের। তিনি ১২২ বছর বয়সে মারা যান। তবে মবাহ এখনও বেঁচে আছেন।

তিনি গত ৩১শে ডিসেম্বর জন্মদিন উদযাপন করলেন। এক ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন সব মোমবাতি। তার দম দেখে বিস্ময় প্রকাশ করলেন উপস্থিত সবাই। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তার নাতিপুতি, তাদের সন্তানরাও।

এত দীর্ঘ আয়ুর রহস্য কি? এ প্রশ্ন এর আগে তাকে করা হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, খাদ্যাভ্যাস। বলা হয়, ১৯৯২ সাল থেকেই তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

ওই সময় তার জন্য গ্রেভস্টোন বা সমাধি ফলক তৈরি করা হয়েছে। তারপর ২৪ বছর কেঁটে গেছে। তবে মবাহ এখনও পৃথিবীর আলো-বাতাসে বেঁচে আছেন। তার পো-প্রৌপুত্ররা বলেছেন, এখনও এই বয়সে এসে মবাহ’র সময় কাছে রেডিও শুনে।

কারণ টেলিভিশন দেখার মতো শক্তি নেই তার চোখে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024