শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কুয়েতে ১০ দিরহামের জন্য এক বাংলাদেশীকে বেদম প্রহার করেছে আরেক বাংলাদেশী। এতে প্রহৃত বাংলাদেশীর হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে।
এছাড়া মারাত্মক আহত হয়েছেন তিনি। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন। পুলিশ প্রহারকারীকে গ্রেপ্তার করেছে।
এ সময় তিনি পুলিশকে বলেছেন, ওই বাংলাদেশী তার ১০ দিরহাম চুরি করেছে। তাই তাকে প্রহার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এ মামলাটি পাঠানো হয়েছে পাবলিক প্রসিকিউটরদের কাছে।
এ রিপোর্ট দিয়েছে অনলাইন কুয়েত টাইমস। এতে ওই দুই বাংলাদেশীর নাম, ঠিকানা প্রকাশ করা হয় নি।