শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অল্পের জন্য নিজ দেহরক্ষীর হাতে গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।
জানা যায়, ভোর রাত ৩টার দিকে বাকিংহাম প্রাসাদের বাগানে হাঁটার সময় এ পরিস্থিতি মুখে পড়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
বাকিংহাম প্রাসাদের বাগানে অন্ধকারে কেউ হাঁটাহাঁটি করছে দেহরক্ষী চিৎকার করে তার পরিচয় জানতে চায়। কোনো আগন্তুক হয়ত বাকিংহাম প্রসাদে ঢুকে পড়েছিল বলে ধরে নিয়েছিল সে।
কিন্তু দেখা গেল এ আগন্তুক আর কেউ নন স্বয়ং রানী। ঘুম না হওয়ায় খোলা বাতাসে ঘোরাঘুরি করার জন্য প্রাসাদের বাগানে নেমে এসেছিলেন।
দেহরক্ষী রানীকে বলেছে, সে প্রায় গুলি করার পথ বেছে নিতে যাচ্ছিল।
জবাবে দ্বিতীয় এলিজাবেথ বলেন, ভবিষ্যতে এভাবে বাগানে ঘোরাঘুরি করার আগে দেহরক্ষীদের ফোন করে অবহিত করবেন তিনি।