অধিকারের সম্পাদক আদিলুর রহমানের সঙ্গে ন্যায়ানুগ আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় কমিশনের চেয়ারম্যান বলেন, অধিকারের যে প্রতিবেদনটির কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে সেটি নিয়ে নানা বিতর্ক হতে পারে। অধিকারের প্রতিবেদন নিয়ে নানা প্রশ্ন উঠতেই পারে। অনেকেই রিপোর্টটির সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। এমনকি আমরাও ওই প্রতিবেদনের সঙ্গে একমত নই। কিন্তু আদিলুর রহমানের মতো একজন সুপরিচিত মানবাধিকার কর্মীকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়ার সঙ্গে মানবাধিকার কমিশন একমত নয়। কোন অবস্থাতেই যেন তার উপর নির্যাতন চালানো না হয় সে ব্যপারে রাষ্ট্রকে সচেতন থাকার আহ্বান জানান ড. মিজান।
Leave a Reply