শীর্ষবিন্দু নিউজ: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পর্যবেক্ষক দল সিলেট বিভাগীয় ষ্টেডিয়াম পরিদর্শন করেছে। এসময় পর্যবেক্ষক দল প্রায় ৩ ঘন্টা ষ্টেডিয়ামের উন্নয়ন কাজের অবকাঠামো পরিদর্শন করেন।
চার সদসদ্যের পর্যবেক্ষক দল রোববার মাঠ পরিদর্শনে আসেন। তবে সিদ্ধান্ত প্রদান ছাড়াই পর্যবেক্ষক দল ফিরে গেছে এবং ৩০ সেপ্টেম্বরের আগে আবারও ষ্টেডিয়াম পরিদর্শনে আসার কথা জানিয়েছের তারা। আর তখন চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন পর্যবেক্ষক দল।
রোববার সকাল সাড়ে ১১ টায় আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে ষ্টেডিয়াম পরিদর্শনে আসে আইসিসি পর্যবেক্ষক দল। এসময় তার সঙ্গে ছিলেন টুর্ণামেন্ট ডিরেক্টর ধীরাজ মালহোত্রা, কনসালটেন্ট ভ্যান ভুরেন ইউজিন ও পিস বিশেষজ্ঞ কিয়েন সেংসহ বিসিবি ও এনএসসি কর্মকর্তারা। পরিদর্শন শেষে পর্যবেক্ষক টিমের প্রধান ক্রিস টেটলি সাংবাদিকদের বলেন, আমরা শুধু পরিদর্শন করেছি। বিসিবি, এনএসসি ও ষ্টেডিয়াম সংশ্লিষ্টরা তাদের কাজ করছেন। এর বেশি তিনি কিছু বলতে চাননি।
বিদেশী পর্যবেক্ষক দলের সাথে পরিদর্শনকালে ষ্টেডিয়ামে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ষ্টেডিয়ামের কনসালটেন্ড এ. মাসুদ সহ সংশ্লিষ্টরা।
Leave a Reply