শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে নিজ দেশ থেকে অন্য দেশে পারি জমানো কয়েক শরণার্থীকে লাথি দেয়ার ঘটনায় অভিযুক্ত টিভি সাংবাদিকের তিন বছরের কারাদণ্ড দিয়েছে হাঙ্গেরি সরকার।
২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে এই ঘটনা ঘটিয়েছিলেন। হাঙ্গেরিয়ান এই সাংবাদিকের নাম পেট্রা লাজলো। খবর বিবিসির।
শরণার্থী প্রবেশের ঘটনায় পুলিশের নিরাপত্তা ভেঙে তাদের কাছে গিয়েছিলেন ওই সাংবাদিক। ভিডিও ধারণের সময় তিনি দুই জন শরণার্থীকে ল্যাং মারেন। তিনি যাদেরকে ল্যাং মারেন তাদের মধ্যে একজনের কোলে ছিল একটি শিশু আর অন্যজন ছিল কিশোরী।
ওই সাংবাদিকের এই কাণ্ডের এই ভিডিও ধারণ করেন অন্য সাংবাদিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন লাজলো। আর হাঙ্গেরির একটি আদালত তাকে তলব করে।
দণ্ড ঘোষণা করে বিচারক ইলিস নানাসি বলেন, ‘লাসলোর আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থি।’ এই সাংবাদিকের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, লাজলো আসলে সেদিন নিজেকে রক্ষার চেষ্টা করেছিলেন। তবে বিচারক এই যুক্তি প্রত্যাখ্যান করেই রায় ঘোষণা করেছেন।
আদালতে ওই ঘটনার ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় অভিযুক্ত লাজলো কান্নায় ভেঙে পড়েন। বলেন, এই ঘটনার পর তিনি হত্যার হুমকি পেয়েছেন। ডানপন্থি টেলিভিশন চ্যানেল এনআইটিভিতে কাজ করতেন লাজলো। এই ঘটনার পর তাকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দণ্ডিত সাংবাদিক লাজলো। তিনি বলেন, আমি সেদিন ঘুরে দাঁড়ানোর পর পরই দেখেছিলাম হাজারো মানুষ আমার দিকে ছুটে আসছে। তাদের চোখেমুখে ছিল ভীতি।