শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০০

সাংবাদিক মুকতাবিস-উন-নুর এর দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত লন্ডনে

সাংবাদিক মুকতাবিস-উন-নুর এর দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত লন্ডনে

শিহাবুজ্জামান কামাল: বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নুর এর দুটি গ্রন্থ আমার দেখা সামাদ আজাদ ও সাইফুর রহমান এবং সময় অসময় নামক দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব ১২ জানুয়ারি বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ভেলেন্স রোডস্থ ওসমানী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদের সার্বিক পরিচালনায় এবং বিশিষ্ট কমিউনিটি নেতা এবং প্রকাশনা উৎসব কমিটির কনভেনার কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন ডাঃ আশরাফুল ইসলাম।

সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সুচনা বক্তব্যের পর গ্রন্থ দুটির উপর আলোচনা করেন বিশিষ্ট কবি ও লেখক অধ্যাপক ফরিদ আহমদ রেজা, প্রবীণ সাংবাদিক ইসহাক কাজল ও বিশিষ্ট লেখক ও আইনজীবী নাজির আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা প্রফেসর শাহগীর বখত ফারুক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক মুখলেসুর রহমান চৌধুরী, সাংবাদিক এম এ সাত্তার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াফর আলী, আলহাজ আলাউদ্দিন আহমদ, জনমত পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধ্ররী,দর্পণ সম্পাদক মোঃ রহমত আলী, সাবেক কাউন্সিলার এ মতিন, মাহবুবুর রহমান,আব্দুল হক হাবিব, আলহাজ নুর বখস, সাংবাদিক খান জামাল, মনোওয়ার হোসেন বদরুদ্দোজা, আব্দুল মুনিম ক্যারল, শফিকুর রহমান শাহজাহান, আবুল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সাংবাদিক মুকতাবিস-উন-নুর মূল্যবান দুটি গ্রন্থ রচনা করায় ধন্যবাদ জানান। তাঁরা বলেন জনাব সামাদ আজাদ এবং জনাব সাইফুর রহমান ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং জাতীয় পর্যায়ের নেতা। দেশ ও জাতীর কল্যাণে এই দুই নেতা আমৃত্যু যুদ্ধ, সংগ্রাম করে গেছেন।

তাঁদের অবদান ইতিহাসের পাতায় চীরদিন অম্লান হয়ে থাকবে। বক্তারা বলেন সাংবাদিক মূকতাবিস-উন –নুর রচিত এই মূল্যবান গ্রন্থ থেকে আমাদের জাতীয় এই দুই নেতার জীবনের অনেক মূল্যবান তথ্য জানা যাবে। তাঁরা লেখকের দীর্ঘায়ু কামনা করেন এবং তার লাখালেখির কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।

সম্বর্ধিত অতিথি সাংবাদিক মুকতাবিস-উন-নুর উপস্থিত সবাইকে এবং প্রকাশনা কমিটির সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন সিলেটের রাজনৈতিক অঙ্গনে প্রয়াত রাজনীতিবিদ দেওয়ান ফরিদ গাজী, সামাদ আজাদ, হূমায়ুন রশীদ চৌধুরি,সাইফুর রহমান তাঁদের মধ্যে ছিল পারস্পরিক সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক। তাই রাজনৈতিক নেতৃবৃন্দের এই সৌহার্দ্য পূর্ণ সম্পর্কটা যদি আজ জাতীয় ভাবে নেয়া যেত তাহলে বাংলাদেশের অনেক ঘটনা থেকে রেহাই পাওয়া যেত। তাঁদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলে ও ব্যক্তিগত সম্পর্কে কোন ফাটল ছিলনা। তিনি বলেন যে যে দলই ক্রুকনা কেন সত ভাবে করতে পারেন। সত মানুষ যে প্রন্থি হোক পাশে নেব কেননা সততার জয় অবশ্যই হয়। লেখালেখির ব্যাপারে তার কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন।

প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ জুবায়ের,সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক এম এ কাইয়ুম, কবি শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক সৈয়দ জহিরুল হক, সাংবাদিক জাকির হোসেন কয়েস, কবি কুদ্দুস আলী ইসমাইল,বদরুজ্জামান বাবুল, সালেহ আহমদ, রেজাউল করিম মৃধা প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাংবাদিক নাজমুল হোসেন এবং কবি দবিরুল ইসলাম চৌধুরী। সভায় প্রকাশনা উৎসব কমিটির পক্ষ থেকে লেখককে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024