বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৫৫

এবার চোখের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রন

এবার চোখের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রন

/ ১৭০
প্রকাশ কাল: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

আগামী ৮ই জানুয়ারি লাসভেগাসে অনুষ্ঠিতব্য এক কনজুমার ইলেকট্রনিকস শোতে এমন প্রযুক্তির দেখা মিলবে যা কিনা চোখের ইশারায় কম্পিউটার চালানো যাবে । এ রকম চমৎকার এক মজার খবর দিয়ে তত্ব প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, কম্পিউটারে ব্যবহার উপযোগী এই আই ট্র্যাকিং প্রযুক্তি উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টোবি। চোখ দিয়ে নিয়ন্ত্রণযোগ্য কম্পিউটার তৈরিতে ‘রেক্স’ নামে একটি ইউএসবি ডিভাইস তৈরি করেছে টোবি। এটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে এর গেজ ইউজার ইন্টারফেস ব্যবহার করে চোখ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটারে রেক্স সবচেয়ে ভালো কাজ করবে।

রেক্স বিষয়ে টোবির ভাষ্য, এটি কম্পিউটারের সামনে বসা ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করবে। আর তার মাধ্যমেই পিসির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবে এটি। ইতোমধ্যেই রেক্সকে উন্মুক্ত করা হয়েছে ডেভেলপারদের জন্য। সাধারণ ব্যবহারকারীদের জন্যও খুব শিগগিরই এটি বাজারে আনবে টোবি। তারা আরো জানিয়েছে প্রাথমিকভাবে মাত্র ৫ হাজার রেক্স তৈরি করবে বিপুল উ্ৎসাহী ব্যবহারকারীদের জন্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023