শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধেও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে আভাস দিয়েছে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রেইন্স পিরিবাস। সাত মুসলমান দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরই এ আভাস দেয়া হলো।
মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজকে পিরিবাস বলেন, পাকিস্তানসহ অন্যান্য যে সব দেশের একই ধরণের সমস্যা আছে তাদের দিকে নজর দেয়া হতে পারে। আমেরিকা হয়ত ভিসা নিষেধাজ্ঞা আরো সম্প্রসারিত করতে পারে বলেও জানান তিনি।
গত শুক্রবার এক নির্বাহী আদেশ বলে সাত মুসলমান দেশের বিরুদ্ধে ৯০ দিনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এ সব দেশ হলো, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন।
ট্রাম্পের এ সিদ্ধান্ত খোদ আমেরিকাসহ সমগ্র বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ পরিপ্রেক্ষিতে ট্রাম্পের ব্রিটেনে ঢোকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ব্রিটিশ সংসদের বিরোধী দলের নেতা জেরেমি করবিন।