মিডিয়ার সদ্য প্রকাশিত বলিউডের পরিচিতমুখ একাধারে অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার সাথে রকস্টারখ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরির সম্পর্কের কথা প্রায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। মিডিয়ার বদৌলতে গুজব ছড়িয়ে পড়ে আগামী মার্চ মাসে উদয়-নার্গিস একে অপরের জীবনসঙ্গী হতে যাচ্ছেন। আর এ খবর প্রকাশের পরই মুখ খুললেন নার্গিস। ২০১১ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় তরুণ অভিনেতা রনবীর কাপুরের সাথে ‘রকস্টার’ ছবির মাধ্যেমে আলোচনায় এসেছিলেন ৩৩ বছর বয়সী এই রুপসী অভিনেত্রী। তিনি এখন ব্যস্ত আছেন তার নতুন ছবির শুটিং নিয়ে।
নার্গিস বলেন- আমি এখনই বিয়ে করছি না। অভিনয় ব্যস্ততা নিয়ে থাকতে চাই। আর একাকী জীবন নিয়েই ভালো উপভোগ করছি আমি।
Leave a Reply