শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ ও বৃটেনের নদী বিষয়ক একটি দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে লন্ডনে আগামি ২০ ও ২১ মে।
গত ২ ফেব্রয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্যা রিভার অফ বাংলাদেশ এন্ড ব্রিটেন ICRBB 2017 আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিলের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রব দেওয়ান সৈয়দ। দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ব্রিটেন ও বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহ মূল প্রতিপাদ্য হিসেবে থাকবে সুন্দরবন।
সম্মেলনে নদী ও পরিবেশ বিষয়ক জাতীয় ও আন্তর্জাতীক গবেষকরা অংশগ্রহণ করবেন। উক্ত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ICRBB 2017 এর আহবায়ক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ও ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, লন্ডন ওয়াটার কিপারের থিও থমাস, ড. হাসনীন চৌধুরী সহ ICRBB 2017 এর নেতৃবৃন্দ।