শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১৯

ভিসা নিয়েই এসেছি

ভিসা নিয়েই এসেছি

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের দূত হয়েছেন। কিন্তু দূত হয়েও কাজ করার সুযোগ পাচ্ছেন না। কারণ ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা।

তুন মার্কিন প্রেসিডেন্ট এমন সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, যাদের নিয়ে ইউনিসেফ নিয়মিতই কাজ করে। তাই দিন কয়েক আগেই ট্রাম্পের কড়া সমালোচনা করেন প্রিয়াঙ্কা।

এর পরেই হাজির হন জনপ্রিয় উপস্থাপক স্টিফেন কোলবার্টের টক শোতে। সেখানে হাসি-ঠাট্টার মধ্যেও ঘুরে-ফিরে আসে ট্রাম্প প্রসঙ্গও।

উপস্থাপকের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মজা করে প্রিয়াঙ্কা বলেন, টিভিতে কথা বলার ব্যাপারে আমার সতর্ক থাকা উচিত। আজকাল যা হচ্ছে!

উপস্থাপক জানতে চান কোনো ঝামেলা হয়েছে কি না। না, তার পরও আমাকে সব কিছু নিয়ে সতর্ক থাকা উচিত।

ইঙ্গিত বুঝে ঠিকই দর্শকরা তখন চিৎকার করে ওঠে। প্রিয়াঙ্কাও হাসতে শুরু করেন। কোলবার্টও তখন মাথা ঝাঁকিয়ে সমর্থন দিতে থাকেন। প্রিয়াঙ্কা বলে ওঠেন, সে যা-ই হোক, আমি কিন্তু এখানে ভিসা নিয়েই এসেছি। আবারও হেসে ওঠে সবাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024