স্বদেশ জুড়ে নিউজ: দেশে দিন দশেকের ব্যক্তিগত সফর শেষে শনিবার কর্মস্থল অস্ট্রেলিয়ায় ফিরছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার লে. জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। নিয়মিত ছুটি কাটাতেই তিনি ঢাকা আসেন বলে জানা যায়।
যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গুরুতর অপরাধ দমন জাতীয় সমন্বয় কমিটির প্রধান হিসেবে কাজ করেন। ৯ম জাতীয় সংসদ নির্বচনের আগ মুহুর্তে ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনীর এ কর্মকর্তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার পদে নিয়োগ দেন। পরে সেনাবাহিনীতে চাকরির মেয়াদ শেষ হলে বর্তমান সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ওই পদে বহাল রাখে।
গত ১৪ আগস্ট ঢাকায় আসেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গুরুতর অপরাধ দমন জাতীয় সমন্বয় কমিটির প্রধান মাসুদউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়,অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার লে.জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী ১০ দিনের জন্য ঢাকায় এসেছেন। এটি তার নিয়মিত ব্যক্তিগত সফর। তবে মিশনের কোন গুরুত্বপূর্ণ কাজ থাকলে হাইকমিশনার এ সময়ে সেটিও সেরে থাকতে পারেন বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply