শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬

বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইনের পূর্বলন্ডনের বাঙালি গ্রোসারী শপ পরিদর্শন

বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইনের পূর্বলন্ডনের বাঙালি গ্রোসারী শপ পরিদর্শন

আব্দুল কাদির চৌধুরী মুরাদ : যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন পূর্বলন্ডনের বাঙালি মালিকানাধীন বিভিন্ন গ্রোসারী শপ পরিদর্শন করেছেন।

১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে বাংলা টাউন ব্রিকলেন, হোয়াইটচ্যাপল ও ওয়াটনিমার্কেটে ব্যবসারত এসব দোকানপাট ঘুরে দেখেন। এসময় তার সাথে ছিলেন কমার্শিয়াল কন্সুল্যের শরীফা খাতুন।

পরিদর্শনকালে যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বাঙালি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেন। তিনি বাংলাদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী শাক-সবজির সহজ লভ্যতা ও সাশ্রয়ী মূল্যে পাওয়ার ব্যায়াপারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

এসময় পূর্ব লন্ডনের ওয়াটনিমার্কেটের গ্রসারী শপ প্রিয়বাজারের সত্ত্বাধিকারী মুজিবুর রহমান হাই কমিশনার নাজমুল কাওনাইনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে বর্তমানে বহুজাতিক পণ্য সামগ্রী, কাঁচা শাক, সবজি, তরী -তরকারী মাছ,পানের উৎপাদন হচ্ছে।

এসব পণ্য সামগ্রী সহজ সুযোগের মাধ্যমে পাওয়া গেলে প্রবাসীরা নিজ দেশের খাদ্য দ্রব্যাদি পেয়ে যেমন তৃপ্তিলাভ করবে তেমনি উৎপাদনকারীরাও মুনাফা লাভ করে উৎপাদনে আরো আগ্রহী হবে সে সাথে সরকারের বাড়বে রাজস্ব আয়।

বাংলা টাউনের সত্ত্বাধিকারী রফিক হায়দার বলেন, বাংলাদেশে উৎপাদিত রপ্তানী যুগ্য মালামালের বিশ্ব বাজারে রয়েছে বিরাট চাহিদা। এসব চাহিদা পূরণে সরকারে সহযোগিতা সহ রপ্তানিকৃত মালামাল সঠিক পরিচর্য্যার মাধ্যমে না পাঠালে এগুলো আসা বন্ধ হয়ে যায়। বিশেষ করে চিংড়ি , পান ,আম, কাঁঠালের কথা তুলে ধরেন।

হাই কমিশনার নাজমুল কাওনাইন ব্যবসায়ী নেতৃবৃন্দের কথা শুনে সকল প্রতিবন্ধকতা রোধ করে বাংলাদেশী পণ্য সামগ্রী সহজ সুযোগের মাধ্যমে পাওয়ার ব্যাপারে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024