ঢাকা, চট্রগ্রাম, বরিশাল ও রাজশাহীর পর এবার সিলেটেও প্রতিষ্ঠিত হলো মেট্টোপলিটন চেম্বার অব কমার্স। সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নামে গত রোববার এই বাণিজ্য সংগঠনের লাইসেন্স প্রদান করেছে বাণিজ্য মন্ত্রনালয়। ১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ এর ৩ (২) নাম্বার ধারার ক্ষতাবলে বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাবেদ আহমদ ওই সংগঠনের লাইসেন্স প্রদান করেন। শর্ত হিসেবে রেজিস্ট্রার পরিদপ্তর কর্তৃক নিবন্ধনের পর ১শ’২০ দিনের মধ্যে নির্বাচন্ সম্পন্ন করে নির্বাচিত কমিটি দ্বারা সংগঠনটি পরিচালনা করতে হবে। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ২১ জন পরিচালকের সমন্বয়ে এই বাণিজ্য সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরী, সহ-সভাপতি হাসিন আহমদ ও আফজাল রশীদ চৌধুরী, পরিচালকবৃন্দ হচ্ছেন, নাজিম কামরান চৌধুরী, মোহাম্মদ মাহমুদ বক্্র রাজন, মোহাম্মদ আব্দুল জব্বার জলিল, শফিউল আলম চৌধুরী, দিদার আহমেদ শাহীন, খায়রুল হোসেন, তাহমিন আহমদ, মোহাম্মদ হুরায়রা ইফতার হোসেন, কাজী মকবুল হোসেন, খলিলুর রহমান, মোহাম্মদ কাফিলুর রহমান, সোমাত নূরী চৌধুরী, অনুপ কুমার দেব, রেজাউল হাসান জাকারিয়া, জিয়াউল গণি আরেফিন, মোহাম্মদ মুনতাসির আলী, মোয়াম্মির হোসাইন চৌধুরী, মোহাম্মদ মুহিতুল বারী রহমান। সিলেটে নতুনভাবে এই বাণিজ্য সংগঠন প্রতিষ্ঠার বিষয়ে সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি হাসিন আহমদ বলেন, প্রত্যেকটি বিভাগীয় শহরে মেট্টোপলিটন চেম্বার রয়েছে। ওই প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে ব্যবসায়ীদের যোগাযোগের মাধ্যম এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। ব্যবসায়ীদের স্বার্থে সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। তিনি এই ব্যাপারে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply