বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০২:৪১

মার্চেই এশিয়ার ৫ দেশে সৌদি বাদশাহর সফর

মার্চেই এশিয়ার ৫ দেশে সৌদি বাদশাহর সফর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ আগামী মার্চের শুরুতে এশিয়ার পাঁচ দেশ সফর করবেন।

ক্ষিণ এশিয়ার মালদ্বীপসহ অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, জাপান, চীন এবং মালয়েশিয়া। সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্র আরও বাড়াতে চায় সৌদ আরব। এটি উচ্চ পর্যায়ের এ সফরের মাধ্যমে ফুটে উঠবে।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী লুকমান হাকিম সায়েফুদ্দিন বলেছেন, বাদশা সালমানের এক সপ্তাহব্যাপী সফরে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার হবে।

সৌদি-ইন্দোনেশিয়া সম্মেলনে বাদশাহ সালমান এবং প্রেসিডেন্ট জোকো উইডো নেতৃত্ব দেবেন। এর আগে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সফরকালে চীন এবং জাপানের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক চুক্তি হয়েছিল।

২০১৫ সালে মালয়েশিয়ার সঙ্গে সৌদি আরবের দেড় হাজার বিলিয়নের বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে।মালয়েশিয়ার বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সৌদি অব্স্থান ১৯তম। আর যেসব থেকে সৌদি পণ্য আমদানি করে থাকে তার মাধ্যমে মালয়েশিয়া ২৩তম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024