শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১১

জাতিসংঘে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

জাতিসংঘে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। নিউইয়র্ক থেকে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

জাতিসংঘে বাংলাদেশ, হাঙ্গেরি, মরিশাস, পেরু ও ভানুয়াতু স্থায়ী মিশনের এবং জাতিসংঘ সদর দফতর, নিউইয়র্কস্থ ইউনেস্কো অফিস ও নিউইয়র্ক সিটি’র মেয়র অফিসের যৌথ উদ্যোগে স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে ৬টার দিকে জাতিসংঘ সদর দফতরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন, ইউনেস্কোর মহাপরিচালক ও নিউইয়র্ক সিটি মেয়রের বাণী পড়ে শোনানো হয়।

বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বের সূচনায় যুক্তরাষ্ট্রের শ্রী চিন্ময় গ্রুপ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি নিয়ে মনোমুগ্ধকর থিম সঙ্গীত এবং শ্রী চিন্ময় এর ইংরেজি ভাষায় রচিত একটি কবিতা বিভিন্ন ভাষায় আবৃত্তি করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024