মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২

এইচএসসি প্রস্তুতি: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

এইচএসসি প্রস্তুতি: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

১। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি বিবেচ্য?

ক. নতুন ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত

খ. উদ্যোগ চিন্তার উন্নয়ন

গ. ঝুঁকি গ্রহণ

ঘ. সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ

২। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা অনুমান করে সাফল্যের জন্য উদ্যোক্তার কোন গুণটি প্রয়োজন?

ক. সৃজনশীল মানসিকতা

খ. সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা

গ. সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য

ঘ. প্রজ্ঞা

৩। কোন সংগঠন ব্যবসায় বিকেন্দ্রীকরণে সহায়তা করে থাকে?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. রাষ্ট্রীয় ব্যবসায় ঘ. ব্যবসায় জোট

৪। কোন দলিলাটি আইনগত সত্তা সৃষ্টির জন্য জরুরি?

ক. স্মারকলিপি

খ. পরিমেল নিয়মাবলি

গ. নিবন্ধনপত্র

ঘ. কার্যারম্ভ অনুমতি পত্র

৫। কল-কারখানার কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহূত হয়ে থাকে?

ক. পণ্যের মান নিয়ন্ত্রণ

খ. আদেশ দান

গ. মূল্য পরিশোধ

ঘ. শিডিউল নিয়ন্ত্রণ

৬। কপিরাইট আইনের বৈশিষ্ট্য হলো—

i. স্বত্বাধিকারীর স্বার্থ রক্ষা

ii. কপিরাইট নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক

iii. নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও ররর ঘ. i, ii ও iii

৭। স্মারকলিপির অবস্থান ও ঠিকানা ধারা পরিবর্তনের কত দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হয়?

ক. ৯০ দিন খ. ৩০ দিন

গ. ২৮ দিন ঘ. ১৫ দিন

৮। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারে করণীয় হতে পারে—

i. ক্ষতিকর দ্রব্য উৎপাদন ও বিক্রয়ে নিরুৎসাহ

ii. বিশেষজ্ঞদের মত তুলে ধরা

iii. আইনের যথাযথ প্রয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯। সামাজিক ব্যবসায়ের মূলনীতি হলো—

i. দারিদ্র্য দূরীকরণ

ii. মুনাফা সর্বাধিকরণ

iii. কর্মরতদের বাজার অনুযায়ী পারিশ্রমিক প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক

৬. ঘ ৭. গ ৮. খ ৯. খ।

– মো. মাজেদুল হক খান, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা   




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024