বিনোদন ডেস্ক: ২০০৪ সালে টারজান দ্য ওন্ডার কার সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল মিষ্টি চেহারার অভিনেত্রী আয়েশা টাকিয়ার।
প্রথম ছবিতেই নজরকাড়া অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি।
কিন্তু বিয়ের পর বলিউডে অনিয়মিত হয়ে যান আয়েশা। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
কারণ ঠোঁটের সার্জারি করিয়ে পুরো চেহারা পাল্টে ফেলেছেন তিনি। আয়েশাকে এখন কেমন দেখাচ্ছে এ নিয়ে এখন তর্ক-বিতর্ক শুরু হয়েছে। তবে বেশিরভাগই এ সার্জারির বিপক্ষে মত দিয়েছেন।
তাদের বক্তব্য, এই সার্জারি আয়েশার স্বাভাবিক সৌন্দর্য্য নষ্ট করে তাকে খুবই বিদঘুটে আকৃতি দিয়েছে। সম্প্রতি এক ইভেন্টে আয়েশার এ নতুন রূপ আবিষ্কার করেন ভারতের বিনোদন চিত্রগ্রাহকরা।
যদিও তারা নাকি শুরুতেই চিনতেই পারেননি মিষ্টি হাসির এ অভিনেত্রীকে।