এবারের অস্কারের জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকার ঘোষণা জানা যাবে আগামীকাল ১০ই জানুয়ারি। আর এই আনুষ্ঠানিকতা সম্পুন করার দায়িত্ব দেয়া হয়েছে ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’ খ্যাত হলিউডি অভিনেত্রী এমা স্টোন এবং ফ্যামিলি গাই’ এবং ‘আমেরিকান ড্যাড’ খ্যাত কৌতুক অভিনেতা জননন্দিত পরিচিত মুখ টিভি অভিনেতা সেথ ম্যাকফার্লেন।মূলত ৮৫তম অস্কারের এই বার্ষিক অনুষ্ঠানটি হবে ২৪শে ফেব্রুয়ারি। আর চুড়ান তালিকা প্রকাশের সময় বেছ নেয়া হয়েছে আগামীকাল ১০ই জানুয়ারী।
এ বছরের অনুষ্ঠানটি বিশেষভাবে মজার করে তোলার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপ কারণ বিগত কয়েক বছর ধরে অস্কারের সব অনুষ্ঠানিই প্রায় একই রকম আর দশর্দের কাছে ঘেয়ে হবার পর এবার নতুনত্ব হিসাবে বিখ্যাত কৌতুক অভিনেতা সেথ ম্যাকফারলেনের উপস্থাপনা অস্কারের অনুষ্ঠানকে অনেকটাই জমিয়ে তুলবে বলে আশাবাদ আয়োজকদের মনে।
সূত্র: ইয়াহু মুভিজ।
Leave a Reply