শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত সোমবার একটি যাত্রীবাহী বিমান নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছে। এ আর নতুন কী?
কিন্তু যখন সেই ফ্লাইট তার পরিভ্রমণ পথে পুরো বিশ্ব প্রদক্ষিণ করে এবং সকল কার্যক্রমে পুরুষ নয় নারীর অংশগ্রহণ নিশ্চিত হয়, তখন সেটা বিশেষত্ব বহন করে বৈকি?
ভারতের এক এয়ারলাইন কোম্পানি জানিয়েছে, গত সোমবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে তাদের একটি ফ্লাইট ছেড়ে গিয়েছে আর গতকাল শুক্রবার বিমানটি ফিরে আসে রাজধানীতে।
কিন্তু এই পুরো ভ্রমণে বোয়িং৭৭৭ প্রথমবারের মতো যাওয়ার পথে প্রশান্ত মহাসাগর ও আসার পথে আটলান্টিক পাড়ি দিয়েছে অর্থাত্ বৈশ্বিক গোলক প্রদক্ষিণ করেছে।
সেইসঙ্গে চেক ইন করা ও গ্রাউন্ড কর্মকর্তা-কর্মচারী যেমন সনদ প্রদানের জন্য প্রকৌশলী, বিমানে ওঠা-নামা নিয়ন্ত্রণকারী ট্রাফিক কন্ট্রোলার সবাই ছিল নারী।
তাই এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন জানিয়েছেন। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অন্যান্য ফ্লাইটগুলোও নারী দল দিয়ে পরিচালনা করবেন তারা।
গত জানুয়ারিতে কোম্পানিটি বিমানে নারীদের জন্য নির্ধারিত আসন বরাদ্দ দিয়েছে।