শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সরকারের ফান্ডিং কর্তনে লন্ডনে ওয়েস্টমিনিস্টারের বিশাল এক র্যালি ও বিক্ষোভ প্রদর্শন করা হয় শনিবার।
বিক্ষোভে ডাক্তার, পেশেন্ট, ক্যাম্পেইনর, স্টুডেন্ট, ইউনিয়ন প্রতিনিধি সবাই অংশ গ্রহণ করেন। টেভিস্টক স্কোয়ার থেকে শুরু হয়ে র্যালি ওয়েস্টমিনিস্টারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন লেবার নেতা জেরেমি করবিন।
এনএইচএসের ইতিহাসে সব চাইতে বড় ধরনের এই বিক্ষোভে প্রায় ২৫০,০০০ লোকের সমাগম হয় বলে বিভিন্ন সংবাদ সূত্রে উল্লেখ করা হয়েছে। সরকার আগামি ২০২০ সালের মধ্যে ২০ বিলিয়ন পাউন্ড কর্তনের পদক্ষেপ নিয়েছে।
বিক্ষোভ সমাবেশে জেরেমি করবিন বলেন, এনএইচএসে কোন সমস্যা নাই, সমস্যা শুধু সরকারের আন্ডার ফান্ডিং- এনএইচএসে ক্রাইসিস ১০ নম্বর ডাউনিং ষ্ট্রীট থেকে তৈরি বলেও মন্তব্য করেন।
বিক্ষোভকারীরা বলেন, আপনার যদি স্বাস্থ্য না থাকে, তাহলে কোন জীবনই নাই। আর প্রাইভেটাইজেশন জিবনকে তোয়াক্কা করেনা, এটা কোন সমাধান নয়।