সৈয়দ মিজান: ৫ মার্চ রবিবার রচডেল বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিটির উদ্যাগে বি এ সিপির হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
বি এ সি পি চেয়ারপারসন হাজি মুহিবুর রহমান এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারপারসন হাজি সুহেল মিয়া পরিচালনায়, সভায় পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন হাজি আব্দুল বাসির বসর।
বক্তব্যে রাখেন হাজি আব্দুল মুচ্ছাবির (এম বি), আরুছ মিয়া, সৈয়দ মুজিবুর রহমান, সৈয়দ জামাল হোসেন মিজান, হাজি আব্দুল কালাম, মিলাদুর রহমান উপস্থিত ছিলেন সাইফুল ছিদ্দিকী ,খাইরুল আলম, সাকন মিয়া, ইকবাল আহমদ আলিপ মিয়া ,আজির উদ্দিন মাসুক মিয়া সহ ছোটমনি শিশুরা।
সভায় বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বক্তারা নতুন প্রজন্মের ছেলে-মেয়েদেরকে বাংলা ভাষা ঘরে ঘরে শিক্ষা দানের জন্য সকল বাবা-মাকে অনুরোধ করেন।