আব্দুল কাদির চৌধুরী মুরাদ: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে লন্ডন প্রবাসী বাঙালি শ্রদ্ধার সাথে স্মরণ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
৭ই মার্চ ছিল বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ঘোষণার দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রমনার রেসকোর্স ময়দানে সমবেত কয়েক লাখ বাঙালির উপস্থিতিতে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সামরিক জান্তা সরকারের জুলুম-নিপীড়ন প্রতিরোধের ডাক দিয়ে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
মুক্তি সংগ্রামের দিকনির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের পর ৭ই মার্চ বাঙালির জাতীয় জীবনে ৭ই মার্চ ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হয়।
ঐদিন মঙ্গলবার পূর্ব লন্ডনের সিডনি স্ট্রিটে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সিতাব চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, ইমিগ্রেশন সম্পাদক এম এ করিম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রবিন পাল।
লন্ডনে বঙ্গবন্ধুর স্ট্যাচুর প্রতিষ্ঠাতা লন্ডন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আফসার খাঁন সাদেক, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান , যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ খান, ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার হোসেন সহ আরো অনেকে।