শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:২৬

স্কটল্যান্ডের স্বাধীনতার গণভোট সমর্থন করেন জেরেমি করবিন

স্কটল্যান্ডের স্বাধীনতার গণভোট সমর্থন করেন জেরেমি করবিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয় গণভোট সমর্থন করেন বৃটেনে বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন। তিনি মনে করেন, যদি স্কটিশরা চায় তাহলে এমন গণভোট হবে চমৎকার বিষয়। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

তে বলা হয়, যদি স্কটল্যান্ডে গণভোটের দাবি তাহলে তা অনুষ্ঠিত হতে দেয়া উচিত। তিনি ইঙ্গিত দেন যে, স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন যদি দ্বিতীয় গণভোটকে সামনে নিয়ে আসেন তাহলে সে উদ্যোগে ওয়েস্ট মিনস্টারের বাধা দেয়া উচিত নয় বলে তিনি বিশ্বাস করেন। বার্তা সংস্থা এপির সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল, দ্বিতীয় গণভোট কি অপরিহার্য? এর জবাবে জেরেমি করবিন বলেন, যদি একটি গণভোট হয় তাহলে তো সেটা খুবই ভাল কথা। সেটা হতে দেয়া উচিত।

স্কটল্যান্ডের মানুষ যদি চায় একটি গণভোট করতে তাহলে আমার মনে হয় তাতে ওয়েস্টমিনস্টার বা লেবার পার্টির বাধা দেয়া উচিত। আমি মনে করি এটা হতে পারে বৃটেনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের অধীনেই।

তবে তার এ মতের সঙ্গে মেশে না স্কটিশ লেবার নেতা কেজিয়া ডুগডালের মতের। তিনি বলেছেন, তিনি দ্বিতীয় কোনো গণভোট চান না।

ওদিকে জেরেমি করবিনের মন্তব্য প্রকাশিত হওয়ার পর পরই স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির নেত্রী ও ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন টুইটে বলেছেন, স্কটল্যান্ডের পক্ষে থাকার জন্য সব সময়ই জেরেমি করবিনের প্রতি আমরা সন্তুষ্ট।

উল্লেখ্য, ২০১৪ সালের গণভোটে বৃটেনের সঙ্গে থাকার পক্ষে-বিপক্ষে ভোট দিয়েছিলেন শতকরা ৪৫-৫৫ ভাগ। এখন স্কটল্যান্ডের জন্য ইউরোপে একক বাজার সুবিধা যদি প্রত্যাহার করা হয় তাহলে সেখানে আরেকটি গণভোটের সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন নিকোলা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024