মনোরোগ ডেস্ক: ঘুম ও স্বপ্নের জগৎটা আজও অচেনাই রয়ে গিয়েছে মনুষের কাছে। মনোবিদদের অক্লান্ত গবেষণা সত্ত্বেও এই ভুবনের খুব কম অংশেই আলো পড়েছে।
তবে দীর্ঘকাল ব্যাপী পর্ষবেক্ষণ আর গবেষণার ফলে এটুকু জানা গিয়েছে যে, কোনও কোনও ক্ষেত্রে আসন্ন ঘটনার পূর্বাভাস স্বপ্নে পাওয়া যায়।
আমাদের অবচেতন সম্ভবত বহু প্রকারের স্মৃতিকে জমা করে রাখে অনাগত ভবিষ্যতের জন্য। এমন সব স্মৃতি, যে সব ঘটনা কখনই ঘটে নি। এরাই ফিরে আসে স্বপ্নে। তা হলে এমনটা হতেই পারে যে, কোনও বিপর্যয় ঘটার আগে আপনি স্বপ্নে আভাস পাচ্ছেন তার।
পৃথিবীর বিভিন্ন দেশের পরম্পরায় স্বপ্ন নিয়ে বিবিধ ব্যাখ্যা প্রচলিত রয়েছে। কোন স্বপ্নপ্রতীক কাকে ব্যক্ত করে, তা নিয়ে বিস্তর গবেষণা যেমন একদিকে হয়েছে, তেমনই পরম্পরাগত ব্যাখ্যাকেও আজ মনোবিদরা কুসংস্কার বলে উড়িয়ে দেন না।
কারণ এই সব ব্যাখ্যার পিছনে রয়েছে হাজার হাজার বছরের পর্যবেক্ষণ। এখানে তেমন কিছু স্বপ্ন-প্রতীকের পরম্পরাগত ব্যাখ্যা রাখা হল, যারা ভবিষ্যতের দুঃসময়ের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হয়:
১. একথা মনে করা হয় যে, বিড়ালের স্বপ্ন দেখা খারাপ। এতে বিশ্বাসভঙ্গের ইঙ্গিত রয়েছে।
২. একসঙ্গে অনেকগুলি সাপকে স্বপ্নে দেখলে সাবধানে থাকাই শ্রেয়। এতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
৩. স্বপ্নে পোকামাকড় দেখলে বুঝতে হবে, জীবনে খুব তাড়াতাড়ি অনিশ্চয়তা আসছে। পোকার সংখ্যা বেশি হলে জানাতে পারে সমস্যাও জটিলতর।
৪. মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ- ভবিষ্যতে কোনও ব্যক্তিগত সম্পর্কের অবনতি।
৫. স্বপ্নে আবছা আয়না দেখলে বুঝতে হবে, অদূর ভবিষ্যতে কেউ আপনাকে ঠকাতে চলেছে।
৬. স্বপ্নে যদি নিজেকে কাঁদতে দেখেন কেউ, তা হলে জানতে হবে জীবনে কঠিন সময় সামগত প্রায়।
৭. স্বপ্নে চিৎকাররত কুকুর দেখলে বুঝতে হবে, বহু কিছু থেকে আপনি বঞ্চিত হতে চলেছেন।
৮. কোনও উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্নের অর্থ- শিগগির জীবনে কঠিন পরিস্থিতি আসছে।
৯. যদি কেউ তাঁর গায়ে ইঁদুর লাফিয়ে পড়ার স্বপ্ন দেখেন তিনি জানবেন, তাঁকে কোনও কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে হবে।