শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পদত্যাগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী । গোয়া’র মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। তাই সোমবার তার পদত্যাগ। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
বিভিন্ন সংবাদ সংস্থা নিশ্চিত করেছে যে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টায় তিনি গোয়া’র মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
সোমবারই বার্তা সংস্থা পিটিআই’কে তিনি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রীর পদ ত্যাগ করেছি আমি। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি প্রধানমন্ত্রীর অফিসে। আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মন্ত্রীপরিষদের অন্যদের সঙ্গে আমি গোয়া’র মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবো।
তার সঙ্গে গোয়া’র কতজন মন্ত্রী শপথ নেবেন এমন প্রশ্নের জবাবে মনোহর পারিকর বলেন, মন্ত্রী কতজন হবেন এবং এ সংক্রান্ত বিষয় নিয়ে এখন কাজ করা হচ্ছে। মন্ত্রীপরিষদে কে কে থাকবেন তা চূড়ান্ত হলেই আমরা মিডিয়াকে জানাবো।
ওদিকে তাকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন গোয়া’র গভর্নর মৃদুলা সিনহা। রোববার ২১ জন জনপ্রতিনিধির সমর্থনসহ চিঠি পৌঁছার পর এ সিদ্ধান্ত নিয়েছেন মৃদুলা সিনহা।
গোয়া ফরোয়ার্ড পার্টির তিনজন এমএলএ, এমজিপির তিনজন ও ইন্ডিপেন্ডেন্ট দু’জন এমএলএ সমর্থন দিয়েছেন মনোহর পারিকরকে।
উল্লেখ্য, গোয়ার বিধানসভায় মোট আসন রয়েছে ৪০ টি। এর মধ্যে ১৩টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিজেপি। প্রথম অবস্থানে আছে কংগ্রেস। তারা পেয়েছে ১৭টি আসন।
কিন্তু অন্য দলগুলো থেকে সমর্থন আদায় করে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায়ে সক্ষম হয়েছে বিজেপি। ফলে মনোহর পারিকরকে মুখ্যমন্ত্রী করে তারা সেখানে ক্ষমতায় যাচ্ছে।