শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৭

কমিউনিটি নেতা হাফিজুর রহমানের ইন্তেকালে জিএসসির শোক প্রকাশ

কমিউনিটি নেতা হাফিজুর রহমানের ইন্তেকালে জিএসসির শোক প্রকাশ

শিহাবুজ্জামান কামাল: ম্যানচেস্টারের বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতা ও সমাজসেবী হাফিজুর রহমান গত ১২ মার্চ রবিবার সকালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ওল্ডহ্যাম শহরে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম হাফিজুর রহমান গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জিএসসি নর্থ ওয়েস্ট রিজিওয়নের চেয়ারম্যান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান ও ম্যানচেস্টার আওয়মিলীগের সেক্রেটারি ছিলেন।

মরহুমের নামাজে জানাজা আগামী মঙ্গলবার ১৪ মার্চ বিকেল ১টায় ওল্ডহ্যাম কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে বলা হয়েছে।

জিএসসি নেতৃবৃন্দের শোক প্রকাশ গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপার্সন আলহাজ নুরুল ইসলাম মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইউম কয়সর, কোষাধ্যক্ষ ফিরোজ খান, সাবেক চেয়ার ও পেট্রন কে এম আবুতাহের চৌধুরী মরহুম হাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024