বিনোদন ডেস্ক: অভিনয়ের বাইরে গত কয়েক মাস ধরেই ব্যবসায় মনযোগী হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। কলম্বোয় এরই মধ্যে একটি রেস্তোরাঁ দিয়েছেন তিনি। এবার মুম্বইয়েও নিজের রেস্তোরাঁ খুলতে চান জ্যাকুলিন।
বান্দ্রায় যেখানে থাকেন তিনি, তার কাছাকাছিই রেস্তোরাঁ খোলার পরিকল্পনা রয়েছে এ নায়িকার। এ ব্যাপারে তাঁর সঙ্গে পার্টনারশিপে থাকছেন বন্ধু মিশালি সাংহানি। বান্দ্রার জনপ্রিয় পালি ভিলেজ ক্যাফের মালিক মিশালি। নায়িকার বন্ধুরা বলছেন, রেস্তোরাঁর মেনু ঠিক করার ব্যাপারে খুবই খুঁতখুঁতে নায়িকা।
কারণ তিনি নিজে বেজায় স্বাস্থ্য সচেতন! রেস্তোরাঁর অন্দরসজ্জা কী রকম হবে, সেটাও নিজের পছন্দমতো ঠিক করবেন জ্যাকুলিন। আপাতত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ড্রাইভ’ ছবি নিয়ে ব্যস্ত তিনি। তার পাশাপাশিই চলছে রেস্তোরাঁ প্ল্যানিং।
এ বিষয়ে জ্যাকুলিন বলেন, অভিনয়তো চলছেই। তার বাইরে অন্য একটি দিকেও আমার নজর রয়েছে। সেটি হলো ব্যবসা। বিশেষ করে রেস্তেরাঁর ব্যবসা অনেক আগে থেকেই আমাকে টানে। আশা করছি এ জায়গাটিতেও ভালাভাবে এগুতে পারবো।