শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একটি নতুন প্রদেশ তৈরির উদ্যোগ নিয়েছে পাকিস্তান।এই নিয়ে পাকিস্তানে প্রদেশ দাঁড়াচ্ছে মোট চারটি ।
প্রদেশ গুলো হল বালুচিস্তান, খাইবার পাকতুনখোয়া, পাঞ্জাব ও সিন্ধু। চার প্রদেশের পাকিস্তান এবার পঞ্চম প্রদেশ বানাতে চাইছে।
গিলগিট-বালতিস্তান এলাকায় নতুন প্রদেশ তৈরির উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের মন্ত্রী রিয়াজ হুসেন পিরজাদা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সরতাজ আজিজের নেতৃত্বে গঠিত কমিটি ইতিমধ্যেই গিলগিট-বালতিস্তান প্রদেশ গঠনের প্রস্তাব করেছে।
বুধবার পিরজাদা জানিয়েছেন, শিগগিই এই প্রদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী আনা হবে। গিলগিট-বালতিস্তানকে এত দিন কোনো প্রদেশের স্বীকৃতি না দেওয়া হলেও সেখানে আঞ্চলিক অ্যাসেমব্লি রয়েছে।নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছেন।
প্রদেশটি ভারত অধিকৃত কাশ্মিরের খুব কাছে। ফলে পাকিস্তান এই প্রদেশ সৃষ্টির কথা বলামাত্র ভারতীয় মিডিয়া উদ্বেগ প্রকাশ করা হয়েছে।