গ্যালারী থেকে ডেস্ক: ক্লাব ফুটবলে বাংলাদেশে স্পেনের বার্সেলোনা ও রিয়ালের মাদ্রিদের সমর্থক যে সবচেয়ে বেশি তাতে হয়তো কারো সন্দেহ নেই। বাংলাদেশে এই দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের শেষ নেই।
বাংলাদেশে যে প্রচুর বার্সেলোনার সমর্থক রয়েছে এটা ভালভাবেই জেনে গেছে ক্লাবটি। তাই তারা বাংলাদেশি সমর্থকদের জন্য দারুণ এক উপহার দিলো। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলায় লিখলো তারা।
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেই’র কাছে ৪-০ গোলের হারে তারা। কিন্তু ফিরতি লেগে ৬-১ গোলে জিতে ইতিহাস গড়ে পরের রাউন্ডে ওঠে তারা।
ওই ম্যাচের পর তারা বাংলাদেশের ফুটবল সমর্থকদের খোঁজ নিতে বাংলায় স্ট্যাটাস দেয়। পিএসজি’র বিপক্ষে জয়ের পর দলের তারকা খেলোয়াড় লিওলেন মেসি মাঠের দর্শকদের খুব কাছে গিয়ে বুনো উল্লাসে মাতেন।
মেসির ওই ছবি পোস্ট করে তারা ওপরে বাংলায় লেখে, ‘আজ কেমন বোধ করছ?’। তার ওপরে ছিল বাংলাদেশের পতাকা। বিষয়টি শুধু বার্সেলোনার সমর্থক নয় বরং সব বাংলাদেশির জন্য গর্বের।