শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭

হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইভানকা ট্রাম্প

হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইভানকা ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ টিমে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পদ নিশ্চিত করতে, ওয়াশিংটনের ওয়েস্ট উইং-এ নিজস্ব অফিস দেওয়া হয়েছে তার কন্যা ইভানকা ট্রাম্পকে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য টেলিগ্রাফ।

খবরে বলা হয়, এ বছর শুরুর দিকে তিনি যখন ওয়াশিংটনে আসেন তখন ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনে কোন আনুষ্ঠানিক পদ গ্রহণ করবেন না তিনি। যদিও তার স্বামী জারেড কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পের একজন জ্যৈষ্ঠ উপদেষ্টা।

তবে সোমবার এ খবর নিশ্চিত করা হয়েছে যে, ইভানকা ট্রাম্প ওয়েস্ট উইং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্মী ও জ্যৈষ্ঠ উপদেষ্টা ডিনা পায়েলের অফিসের পাশে নতুন অফিস পাবেন।

এখন থেকে তিনি সরকারের অতি গোপন তথ্য যাচাই-বাছাই করার সুযোগ পাবেন এবং একই সাথে তিনি পাবেন সিকিউরিটি ক্লিয়ারেন্স। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে হোয়াইট হাউজে ইভানকা ট্রাম্পের উপস্থিতি সবার নজরে পড়েছে।

তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ গত শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সাথে ট্রাম্পের বৈঠকে উপস্থিত ছিলেন। কোন প্রকার আনুষ্ঠানিক পদ না থাকায়, এ ধরণের বৈঠকে তার উপস্থিতি প্রশ্ন তুলছে সবার মনে। ইভানকার আইনজীবি ও উপদেষ্টা জেমি গরলিক জানান, ইভানকা সরকারি চাকুরিজীবিদের উপর বর্তানো সকল নীতি ও নিয়ম মেনে চলবেন।

গরলিক বলেন, প্রেসিডেন্টের একজন পূর্ণবয়স্ক ও প্রশাসনের কাজে সক্রিয় একজন সন্তান থাকা একটি নতুন সংযোগ। আমাদের দৃষ্টি থেকে ইভানকার জন্যে সতর্ক পদক্ষেপ হবে নিজ থেকে ওইসব নিয়ম মেনে চলা, যা তিনি একজন সরকারী কর্মী হলে করতেন।

এ বিষয়ে ইভানকা ট্রাম্পের পরিচিত একজন বার্তা সংস্থা এপিকে বলেন, ইভানকা বিশ্বাস করেন তিনি ট্রাম্পকে তার স্বাধীন দৃষ্টিভঙ্গি দিয়ে একজন হোয়াইট হাউজ কর্মচারির চেয়ে বেশী সহায়তা প্রদান করতে পারবেন।

ইভানকা তার এক বিবৃতিতে বলেন, আমি আমার বাবাকে আমার পক্ষপাতহীন পরামর্শ ও উপদেশ দিয়ে যাবো। যেমনটা আমি আমার সারাজীবন ধরে করে এসেছি।’ তবে গুঞ্জন উঠেছে ইভানকা ট্রাম্প আর কুশনারের গোঁড়া ইহুদি বিশ্বাস ছড়িয়ে দেওয়া হচ্ছে হোয়াইট হাউজে।

অনেকে ধারণা করেন, কুশনার ও ইভানকা প্রেসিডন্টকে সমকামী অধিকার বাতিল করতে পরামর্শ দিয়েছেন। ফেডারেল স্বজনপ্রীতি-বিরোধী নিয়মানুযায়ী আত্মীয়-স্বজনকে সরকারী পদে নিয়োগ দেওয়া যায় না।

তবে বিচার বিভাগের অফিস অব লিগ্যাল কাউন্সিল সম্প্রতি বলেছে, প্রেসিডেন্ট তার বিশেষ নিয়োগদান ক্ষমতার জোরে কুশনারকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024