শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে তিনি এ শুভেচ্ছা জানান।
এর আগে স্থানীয় সময় সকাল ১১টায় রেডিও অনুষ্ঠান মান কি বাতএ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
নরেন্দ্র মোদি বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মহামানব এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য তার অবদান অপরিহার্য ছিল।
ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমি তাদের সর্বাত্মক মঙ্গল কামনা করছি। ভারত এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার।
বাংলাদেশের যে কোনও প্রয়োজনে পাশে থাকার কথা জানিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ভারত সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।