শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৮

দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই বরখাস্ত আরিফুল-বুলবুল

দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই বরখাস্ত আরিফুল-বুলবুল

শীর্ষবিন্দু নিউজ: প্রায় দুই বছর পর মেয়রের দায়িত্ব নিতে না নিতেই ফের সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রোববার দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ফ্যাক্সে পাঠানো চিঠির মাধ্যমে আরিফুলকে সাময়িক বহিষ্কারের বার্তা জানানো হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের কার্যালয়ে যান আরিফুল।

মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম ওই চিঠিতে স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, একটি মামলার অভিযোগপত্র বিশেষ ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইন-২০০৯-এর ১২ ধারা অনুযায়ী আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে প্রায় দুই বছর পর রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেয়ার ঘন্টাখানেকের মধ্যে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। আজ রোববার বেলা তিনটার দিকে বুলবুল সিটি করপোরেশনে তার কক্ষে বসেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা ফ্যাক্সে তার সাময়িক বরখাস্তের আদেশ আসে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024