শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেই শুক্রবার শত শত মুসলমান ব্যস্ত রাস্তায় নামাজে অংশ নেয়। নামাজের স্থান বন্ধ করার প্রতিবাদে রাজপথেই নামাজ আদায় করলো প্যারিস উপকণ্ঠের মুসলমানরা।
ক্লিচির মুসলিমরা এতদিন সিটি হলের কাছ থেকে তিন বছরের একটি নামাজকক্ষ ভাড়া নিয়েছিল।
তবে মেয়াদ শেষের পর নগরীর মেয়র সম্প্রতি ওই কক্ষটিকে মাল্টিমিডিয়া লাইব্ররিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছিল মুসলমানরা।
তারা দাবি করেছিল, নামাজের জন্য নতুন স্থান না পাওয়া পর্যন্ত তাদেরকে স্থানটি ব্যবহার করতে দেয়া হোক। কিন্তু সিটি হল কর্তৃপক্ষ বলছে, মুসলমানদের জন্য যে মসজিদটি আছে, সেখানেই তারা নামাজ পড়তে পারে।
এ ব্যাপারে মুসলমানদের বক্তব্য, মসজিদটি ছোট এবং সেই সাথে অনেক দূরে। তারা অন্তত আগামী রমজান পর্যন্ত কক্ষটি তাদের বরাদ্দ করার জন্য অনুরোধ করেছেন। এর প্রতিবাদে তারা আবার প্রতিবাদে নামবেন বলে জানিয়েছেন।