শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডা রিসোর্টে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন। নিজের মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে জিনপিং’কে নিয়ে এক আনুষ্ঠানিক ডিনার সেরে ট্রাম্প বলেন, এখানে আমরা দুই ব্যক্তি বন্ধুত্ব গড়ে তুলেছি।

এ সময় এই দুই নেতার মধ্যে আলাপের বিস্তারিত জানা না গেলেও, উত্তর কোরিয়ার চলমান হুমকি মোকাবেলায় চীনকে পাশে চাইবে যুক্তরাষ্ট্র, এছাড়া শি তাইওয়ানের উপর পূর্ণ অধিকারের নিশ্চয়তা চাইবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্টের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ট্রাম্প বলেছেন, এটি খুব কঠিন কিছু হতে যাচ্ছে। এর আগে, গত বছর চীন যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। এছাড়া নির্বাচনে প্রচারণার সময় তিনি আরো বলেন, বৃহদায়তন বাণিজ্য ঘাটতি এবং কাজের ক্ষতি আর সহ্য করা হবেনা।

তবে গত বৃহস্পতিবারের ডিনারের সময় এই দুই নেতাকে খুবই প্রাণবন্ত দেখা যায়। এসময় লোকসঙ্গীত শিল্পী পেং লিওয়ানসহ সঙ্গে থাকা এই দুই নেতার স্ত্রীর মুখেও হাসি ফুটে ছিলো সারাক্ষণ। শুক্রবার দ্বিপাক্ষিক আলোচনা শেষে অপর একটি আনুষ্ঠানিক লাঞ্চের মাধ্যমে চীনের প্রেসিডেন্টের বহুল সম্ভাবনাময় এই যুক্তরাষ্ট্র সফর শেষ হবে বলে জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024