শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কে এ মাসের শেষের দিকে আনজাক দিবস স্মৃতি অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার শঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অংশগ্রহণে প্রথম বড় লড়াইয়ের বছরপূর্তি উদযাপিত হয় ২৫শে এপ্রিল।
দিবসটি আনজাক দিবস হিসেবে পরিচিত। যুদ্ধপ্রবীণ বিষয়ক অস্ট্রেলিয়ান মন্ত্রী ড্যান তেহান বলেন, তার সরকার তুরস্কের গ্যালিপোলি পেনিনসুলায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার তথ্য পেয়েছে। এর থেকে বিস্তারিত কিছু তিনি বলেন নি। তবে সফরকারীদের সতর্ক থাকবে বলেছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
মি. তেহান বলেন, শেষমেশ এটা সফরকারীদের সিদ্ধান্ত যে, তারা সফর করবেন কি না। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তুরস্কে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ডেপুটি কমিশনার মাইকেল ফেলান বলেন, ওই এলাকায় উদযাপনের সময় নিরাপত্তা দেয়ার ব্যাপারে তুর্কী কর্তৃপক্ষের প্রতি আমাদের আস্থা রয়েছে। ২০১৫ সালে আনজাক দিবসের শতবর্ষ পূর্তিতে আনুমানিক ১৫ হাজার অস্ট্রেলিয়ান গ্যালিপোলি সফর করেছিল।