শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের ঝাড়খন্ডের গুমলা জেলায় এক হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে ১৯ বছর বয়সী এক মুসলিম ছেলেকে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, এ ঘটনায় তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে। এ খবর দিয়েছে এনডিটিভি।
স্থানীয় পুলিশ সুপার চন্দন কুমার ঝা বলেন, মোহাম্মদ সালিককে জড়িত সন্দেহে আমরা তিন ব্যক্তিকে আটক করেছি। অন্য সম্প্রদায়ের অন্তর্ভূক্ত তার বান্ধবীর সঙ্গে তাকে দেখা যায় বুধবার। এরপর পিটিয়ে হত্যা করা হয়।’ তিনি মন্তব্য করেন, ওই ঘটনা সম্পর্কের জেরে ঘটেছে। এটি কোন সাম্প্রদায়িক ঘটনা নয়।
তিনি জানান, পুলিশের জেরার মুখে সালিকের বান্ধবীর দেওয়া তথ্য থেকেই গ্রেপ্তার করা হয় তিন জনকে। মেয়েটির পরিবার এ সম্পর্কের বিরুদ্ধে ছিল। ছেলেটিকে সতর্কও করা হয়েছিল।
তিনি বলেন, সালিক ওই সতর্কতা শোনেনি। বুধবার রাতে মেয়েটির বাসার কাছে তাকে নামিয়ে দেয় সে। ১৫ বছর বয়সী মেয়ে ও সালিককে দেখে স্থানীয়রা মেয়েটির সামনেই তাকে একটি খুঁটিতে বাঁধে। আর পেটাতে থাকে। এক পর্যায়ে সালিকের মৃত্যু হয়।
সালিক বাসায় না ফিরলে তার পরিবার খোঁজ খবর নেওয়া শুরু করে। পরে সালিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবার। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়।
পুলিশ বোঝার চেষ্টা করছে মেয়েটির পরিবারের সদস্যরা এর পেছনে জড়িত কিনা। গ্রেপ্তারকৃত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার।