রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৪

তিস্তা আমাদের প্রাণ একে কেড়ে নেয়া যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

তিস্তা আমাদের প্রাণ একে কেড়ে নেয়া যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তিস্তা হলো উত্তরবঙ্গের প্রাণ। একে কেড়ে নেয়া যাবে না (ক্যান নট বি টেকেন অ্যাওয়ে)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা শেষে এভাবেই আজ রোববার অসন্তোষ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এতে বলা হয়, মমতা বলেছেন, তিস্তায় খুব সামান্য পানি আছে। এটা আমাদের, উত্তরবঙ্গের লাইফলাইন বা প্রাণ। তবে আগের দিনের মতো তিনি এদিনও অন্য নদীগুলোর পানি বন্টন নিয়ে কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের পানির চাহিদা মেটাতে অন্য নদীগুলোর পানি বন্টন করা যেতে পারে।

মমতার ভাষায়, আপনাদের সমস্যা হলো পানি নিয়ে, তিস্তা নিয়ে নয়। আপনাদের এ সমস্যা মেটানোর জন্য অন্য যেকোনো বিকল্প প্রস্তাবের বিষয় মাথায় নেব স্বেচ্ছায়। আমরা যা করতে পারি তা হলো, এখানে (ভারত-বাংলাদেশ) আরও অনেক নদী আছে সেখান থেকে আমরা পানি ব্যবহার করতে পারি।

এর আগে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তা সহ সব রকম ইস্যু সমাধান করতে সহযোগিতা করতে পারে ভারতীয় সমর্থন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024