শীর্ষবিন্দু নিউজ: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে অাজ। সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে দিনটি পালন করছে।
মিরপুর আন্তমাণ্ডলিক ঐক্য ও সহভাগিতার আয়োজনে ভোরে ওয়াইএমসিএ ও বিবিসিএসের সামনের সড়কে বিশেষ প্রার্থনা হয়।
খ্রিষ্টান ধর্ম অনুযায়ী, বিপথগামী ইহুদিরা গুড ফ্রাইডে হোলি ফ্রাইডেতে যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। তার মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন।
যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণীগুলো থেকে অনুমিত হয় যে তাকে সম্ভবত শুক্রবারে ক্রুসবিদ্ধ করা হয়েছিল। দুটি ভিন্ন গোষ্ঠীর মতে গুড ফ্রাইডের বছরটি হলো ৩৩ খ্রিস্টাব্দ। আবার আইজ্যাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে গুড ফ্রাইডের যে প্রকৃত সালটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো ৩৪ খ্রিস্টাব্দ।