বৃটিশ রাজপরিবারে নতুন অতিথি ডিউক অব ক্যামব্রিজ উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট দম্পতির সন্তান ব্রিটিশ উত্তরসুরী নতুন রাজপুত্র আসছেন জুলাইয়ে। গতকাল রাজ পরিবারের পক্ষ থেকে সেন্ট জেমস প্যালেসে এক ঘোষণায় উইলিয়াম-কেট দম্পতির সন্তান ভূমিষ্ঠ হওয়ার এ সুনির্দিষ্ট সময় জানানো হয়েছে।
উল্লেখ্য যে, গত মাসে হাসপাতাল থেকে ফেরার পর কেটের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়েছেন তার চিকিৎসকেরা। মেডিকেল পরীক্ষা ও স্ক্যানের পর সুনির্দিষ্ট সময় জানিয়ে চিকিৎসকরা বলেন, কেট ১৩ থেকে ১৪ মাসের অন্তঃসত্ত্বা বলে ধারণা করা হচ্ছে। অনেকেইে ধারনা করেছিলেন, কেট যমজ সন্তানের মা হতে যাচ্ছেন। সব কিছু অবসান ঘটিয়ে চিকিৎসকরা জানান, কেট যমজ সন্তানের মা হচ্ছেন না।
Leave a Reply