বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৯

হেলিকপ্টার ধ্বংস করল নাসা

হেলিকপ্টার ধ্বংস করল নাসা

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: সামরিক ও বেসামরিক ক্ষেত্রে হেলিকপ্টারের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি কমাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ফেডারেল এভিয়েশনের যৌথ সহযোগিতায় পরীক্ষামূলকভাবে হেলিকপ্টারটি ধ্বংস করা হয়।

ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী ইঅ্যান্ডটি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হেলিকপ্টারে সিট, সিটবেল্ট এবং অন্যান্য নিরাপত্তা নিয়ে গবেষণা করতে সম্প্রতি পরীক্ষামূলকভাবে একটি হেলিকপ্টার ধ্বংস করেছে নাসা।

এ গবেষণায় বিজ্ঞানীরা কৃত্রিমভাবে সংঘর্ষ সৃষ্টি করেন। তাতে প্রায় ৩৩ ফুট উচ্চতা থেকে একটি পুরনো হেলিকপ্টার ছেড়ে দেওয়া হয়। মাটিতে আঘাত হানার সময় কপ্টারটির গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। পুরো প্রক্রিয়াটি ৪০টি দ্রুতগতির ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়। এ দৃশ্যটি ক্যামেরায় সেকেন্ডে ৫০০টি ছবি তোলেন বিজ্ঞানীরা। পাশাপাশি কম্পিউটারে সংযুক্ত ৩৫০টি সেন্সর ব্যবহার করে অতিরিক্ত ডেটা সংগ্রহ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025