বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১৫

লন্ডনে অনাকাংকিত হেলিকপ্টার বিধ্বস্ত (ভিডিও)

লন্ডনে অনাকাংকিত হেলিকপ্টার বিধ্বস্ত (ভিডিও)

সুমন আহমেদ: দক্ষিন লন্ডনের অভিজাত এলাকা ভক্সহলে নিমানাধীন উচু ভবনেরর ক্রেনের সাথে ধাক্কা লেগে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।সকাল আটটার দিকে সংগঠিত এই দুঘটনায় এক প্রত্যক্ষদশী জানান, হেলিকপ্টার যখন বিধ্বস্ত হয় ঠিক তখনই এক গাড়ী চালক যাচ্ছিলেন প্রধান সড়ক দিয়ে গাড়ী চালিয়ে। কিন্তু আকস্মিকভাবে তিনি বেছে যান হঠাৎ পথিমধ্যে গাড়ী থামিয়ে। আর পুরো ভিডিও তিনি ধারন করেন তার মুঠোফোনে।

বিভিন্ন নিভরযোগ্য তথ্যভিত্তিতে জানা যায়,  বুধবার সকালে প্রচণ্ড কুয়াশার কারণে হেলিকপ্টারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লন্ডনের সারে থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে তার গন্ত্যেবে যাচ্ছিল। কিন্তু এ সময় ওই এলাকায় নির্মাণাধীন ওই ভবনের কাজে নিয়োজিত  ক্রেনের মধ্যে কোন সিগন্যাল বাতি না থাকায় ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কতব্যরত একজন জানান, অনেকদিন ধরে ক্রেনের মধ্যে সিগন্যাল বাতি প্রতিস্থাপনের কথা বলা হলেও তা্ করা হয়ে উঠেনি।যার কারণে পাইলটসহ নিহত হন দুজন আর আহত হন নয়জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থলে নির্মাণ শ্রমিকেরাও ছিলেন। তবে তাঁদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিধ্বস্ত এলাকায় অনুসন্ধানরত পুলিশ বলছে, এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। এট নেহায়ত দুঘটনা যা ঘটেছে ভবন নিমাতা কতৃপক্ষের গাফিলতির কারণে।

watch?v=WRBogaUCSUM

http://www.youtube.com/watch?v=WRBogaUCSUM&feature=player_detailpage




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024