শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪১

অর্ধেকের নিচে নেমেছে মাদরাসার জিপিএ-৫

অর্ধেকের নিচে নেমেছে মাদরাসার জিপিএ-৫

/ ৩৪৮
প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এ বছর অর্ধেকেরও নিচে নেমে গেছে মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। গেলো বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫৬ শতাংশ। এছাড়া মোট পাসের হার কমেছে ১২.২ শতাংশ।

গেলো বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৮৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৬১০ জন।

২০১৬ সালে দাখিল পরীক্ষায় অংশ নেয়া ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়া দুই লাখ ৫৩ হাজার ৩৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১ লাখ ৯৩ হাজার ৫১ জন। গেলো বছরের চেয়ে এবার ২৪ হাজার ২৬৩ শিক্ষার্থী কম পাস করেছেন।

২০১৬ সালের পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ ছিল। এ বছর পাসের হার ৭৬.২০ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2024