উপমহাদেশের প্রখ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী আশা ভোঁসলে এবার সিনেমায় অভিনয় জগতে পা রাখলেন যা প্রথম বারের অভিনয় করতে যাচ্ছেন খ্যাতিমান পরিচালক মহেশ কডিয়ালের ‘মাই’ ছবিতে। আর এখানে তার চরিত্র ফোটানোর চেষ্টা করা হয়েছে একজন দুঃখিনী মায়ের যেখানে তিনি তার সন্তানদের দ্বারা নিগৃহিত।
আশা বলেন, প্রথম দৃশ্যেই অনুপম খেরের সাথে অভিনয় করতে গিয়ে আমি খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। তবে তিনি একজন শক্তিমান প্রবীন অভিনেতা যে, তার সাহসী মনোভাব আমাকে সাহস দিয়েছে। শুটিং স্পটে পুরো ইউনিটু সবাই আমাকে অনেক সহায়তা করেছে। সংগীতের মতো অভিনয়ও চ্যালেঞ্জিং কাজ বলে মনে করেন ৭৯ বছর বয়সী এই সংগীত কিংবদন্তি।
Leave a Reply