বানিজ্য ডেস্ক: ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে। এই চালানে ২৭ হাজার টন চাল রয়েছে।
সোমবার সকালে চাল বহনকারী জাহাজ এমভি প্যাক্স বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে পৌছায়। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই চাল আমদানির জন্য গত ১৪ই জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি অনুমতি দেয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি ভিনাফুড টু’র সঙ্গে চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী চালগুলো ভিয়েতনাম থেকে আনা হচ্ছে। আমদানিকৃত চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর এবং বাকি ৪০ শতাংশ মংলা বন্দর হয়ে আসবে। তৃতীয় চালানটি আগামী ২২শে জুলাই আসবে।