শীর্ষ ইন্টারনেট এপ্লিকেশন প্রতিষ্ঠান মজিলা ফায়ারফক্স এবার নিয়ে এসেছে নিজস্ব অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন। একই সঙ্গে দুটি স্মার্টফোন বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি। ৩.৫ ও ৪.৩ ইঞ্চি পর্দা এবং চিপ বিশিষ্ট কিয়ন এবং পিক নামের স্মার্টফোন এইচটিএমএল৫ সমর্থন করবে। এইচপিএমএল৫ ব্যবহার করায় এ প্লাটফর্মে ডেভেলপ করা যে কোনো অ্যাপস সব ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।
মজিলা এক বিবৃতিতে আরো জানা যায়, ফায়ারফক্স ওএস সমর্থিত এ স্মার্টফোন নির্মাণ সহযোগী হিসেবে কাজ করছে স্প্যানিশ প্রতিষ্ঠান গিকসফোন এবং টেলিফোনিকা। স্মার্টফোন বিশ্বে এখন অ্যাপল, স্যামসাং এবং গুগলের রাজত্ব। তবে এসব প্রতিষ্ঠানের কথা মাথায় রেখেই যাত্রা শুরু করছে ফায়ারফক্স ওএস। অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে দেওয়া হবে এ অপারেটিং সিস্টেম। দাম এবং সেবার দিক থেকে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকলে নিশ্চিত ফায়ারফক্স স্মার্টফোন বাজার ধরতে পারবে বলে বিশ্বাস করে প্রতিষ্ঠানটি।
Leave a Reply