মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৪২

আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাই না: পাপন

আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাই না: পাপন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তিনি বিসিবি প্রধান পদে নাও থাকতে পারেন! এমন গুঞ্জন শোনা গেছে আগেও। অবশেষে বুধবার সকালে তিনি নিজ মুখে বিসিবি প্রধান পদ থেকে সড়ে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন।

সকালে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী ও তার মা আইভী রহমান স্মরণ সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাই না।

বিগ বস নাজমুল হাসান পাপন নিজেও বিসিবির শীর্ষ পদ থেকে সরে সড়ে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন। তবে মুখ ফুটে না থাকার কথা বলেননি।

বার কয়েক বলেছেন, এক সঙ্গে কয়েকটি গুরু দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যা হচ্ছে। একটি বড় পদ ছেড়ে দিতে পারি। এক সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে না থেকে একটি পদ থেকে সরে দাঁড়াতে পারি।

সেটা যে বিসিবি প্রধানের পদ তা পরিষ্কার করে না বলায় বিষয়টাকে গুঞ্জনই ভাবা হচ্ছিল। কিন্তু এখন আর তাকে গুঞ্জন বা গুজব ভাবার কোনই কারণ নেই। নাজমুল হাসান পাপন এবার হয়তো সত্যিই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন!

কেন? এ প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে বিসিবি প্রধান বলেন, আসলে এক সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আছি। তাই পুরোপুরি ও শতভাগ দায়িত্ব পালন করতে পারছি না। সে কারণেই আগামীতে বিসিবি প্রধানের পদ থেকে সড়ে দাঁড়াতে চাই।

এর আগে, বিসিবির নির্বাচনে আর অংশ না নেওয়ার কথা জানিয়েছিলেন পাপন। কারণ হিসেবে বলেছিলেন- রাজনীতি, বেক্সিমকোতে চাকরির পাশাপাশি বিসিবি সভাপতির বড় দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল।

অন্যদিকে পরিবার থেকেও ছেড়ে দেয়ার চাপ দেয়া দিচ্ছিল। এরপর থেকেই ক্রিকেট অঙ্গনে পরবর্তি সভাপতি নিয়ে নানান গুঞ্জন শুরু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024